logo ২৭ এপ্রিল ২০২৫
দর বাড়ার কারণ নেই জিলবাংলার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ আগস্ট, ২০১৫ ১৪:২৫:২৫
image

ঢাকা: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিলবাংলা সুগার মিলসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।


বিশ্লেষণে দেখা যায়, গত ৬ কার্যদিবসের ১দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৬ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয় ৮ টাকা ১০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১ টাকা ৮০ পয়সা বা ২৮ দশমিক ৫৭ শতাংশ।


আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ।


(ঢাকাটাইমস/৩১আগস্ট/এমএন)