কাল মর্ডান ডায়িংয়ের পর্ষদ সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ সেপ্টেম্বর, ২০১৫ ১২:২২:৫৭
ঢাকা: বস্ত্র খাতের কোম্পানি মর্ডান ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামীকাল ২ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা।
২০১৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ ছিল।
এছাড়া ২০১৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ৫৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) করেছে ১১ টাকা ১৩ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
(ঢাকাটাইমস/১সেপ্টেম্বর/জেএস)