সূচক বাড়লেও কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:৪১:৪০

ঢাকা: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
বুধবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৩ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮২৫ পয়েন্টে স্থির হয়।
এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
টাকার অংকে লেনদেন হয়েছে ৩৪৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিলো ৪২১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮৮৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৪৪৪ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৯৫ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৩ পয়েন্টে দাঁড়ায়।
স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম। লেনদেন হয় মোট ২৮ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমএন)