কারণ ছাড়াই মেঘনা কনডেন্সড মিল্কের দর বাড়ছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:২১:০০
ঢাকা: সাম্প্রতিক সময়ে টানা শেয়ারের দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানিটি।
তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, গত ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা থেকে ৯.২ টাকায় গিয়ে দাঁড়ায়। তবে গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর টানা দুই দিন দর কমে ৮.২ টাকায় নেমে এসেছে।
মূলত লোকসানে থাকা এ কোম্পানির শেয়ারের দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করে কারণ দর্শানোর নোটিশ পাঠায় ডিএসই কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এমএন)