ঈদে ডিএসইতে ছুটি পাঁচ দিন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ সেপ্টেম্বর, ২০১৫ ০০:৩৯:৫০
ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ডিএসই’র পরিচালনা পর্ষদের ৮০৫তম বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয় বলে মঙ্গলবার ডিএসই সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, কোরবানির ঈদ উপলক্ষে ডিএসইর লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম আগামী ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ডিএসইতে লেনদেন এবং দাপ্তরিক কার্যক্রম যথারীতি পরিচালিত হবে।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/জেবি)