সাংবাদিক নেতাদের সঙ্গে স্থানীয় সরকারমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০১:৩৪
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের অবকাঠামোতগত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন মন্ত্রী।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময়ের সম্পাদক আরিফুর রহমানসহ সাংবাদিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/জেবি)