logo ০৭ মে ২০২৫
পুরস্কৃত হলেন ঢাবির পাঁচ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৫ ২০:০৯:০৪
image

ঢাকা: অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ সাংবাদিক পেয়েছেন ‘স্যামসন এইচ চৌধুরী ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৫’।


মঙ্গলবার দুপুরে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ২০১৪ সালে প্রকাশিত ও প্রচারিত সেরা রিপোর্টকে পুরস্কৃত করা হয়।


পুরস্কার প্রাপ্তরা হলেন- অনলাইন ক্যাটাগরিতে প্রথম আলোর বিশ্ববিদ্যালয় রিপোর্টার আসিফুর রহমান, প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় রিপোর্টার মাহমুদুল হাসান নয়ন, দ্বিতীয় দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় রিপোর্টার তৌহিদুর রহমান এবং তৃতীয় দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় রিপোর্টার রফিকুল ইসলাম। ইলেক্ট্রনিক ক্যাটাগরিতে পুরস্কৃত হন রেডিও টুডের ক্যাম্পাস রিপোর্টার ইকরাম হোসাইন।


অনলাইন মিডিয়ার সেরা রিপোর্টারকে ২৫ হাজার, প্রিন্ট মিডিয়ার প্রথমজনকে ২৫ হাজার, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার সেরা রিপোর্টারকে ২৫ হাজার টাকার চেকসহ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।


গত ২০১৪ সাল থেকে ক্যাম্পাস ভিত্তিক তরুণ সাংবাদিকদের উৎসাহিত করার লক্ষ্যে এমটিবির সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়িক উদ্যোক্তা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর নামকে স্মরণীয় করে রাখতে এ অ্যাওয়ার্ড চালু করা হয়।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালমনাই এসোসিয়েশনের (ডুয়া) যৌথ উদ্যোগে এ পুরস্কার প্রদান করা হয়।


ডুয়ার সভাপতি রকীব উদ্দিন আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় আরও বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এম এ খান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি’র সভাপতি আসিফুর রহমান প্রমুখ।


(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/জেবি)