logo ২৭ এপ্রিল ২০২৫
অন্যায়ের বিরুদ্ধে লেখাই সাংবাদিকদের কাজ
নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:৫৪:০৭
image

নড়াইল: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেছেন, সাংবাদিকদের ন্যায় নিষ্ঠা ও সততার সাথে কাজ করতে হবে। কোনো পরাশক্তির কাছে মাথা নত না করে অন্যায়ের বিরুদ্ধে সত্য লেখাই হচ্ছে সাংবাদিকদের কর্তব্য।


শুক্রবার নড়াইলে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


পিআইবি’র উদ্যোগে ও নড়াইল প্রেসক্লাবের ব্যবস্থাপনায় সার্কিট হাউজের হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু।


শাহ আলমগীর বলেন, বর্তমানে দ্রুত সময়ের মধ্যে শুদ্ধ সংবাদ পরিবেশন করা হচ্ছে সাংবাদিকদের প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতায় সাংবাদিকদের ধরে রাখতেই প্রশিক্ষণ কর্মসূচি দেয়া হচ্ছে।


বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে বলে জানান তিনি।


এ প্রশিক্ষণে নড়াইল প্রেসক্লাবের ৩৫ জন সদস্য সাংবাদিক অংশগ্রহণ করেন।


(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/জেবি)