ডিআরইউ বার্ষিক ক্রীড়া উৎসব উদ্বোধন
ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
২৭ আগস্ট, ২০১৫ ১৬:৫৯:৩৪

ঢাকা: ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া উৎসবের আজ উদ্বোধন হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতা পেশাটি অনেক পরিশ্রমের এবং একঘেয়ে একটি পেশা। এখানে কাজ করতে গিয়ে অনেকেই অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এই পরিস্থিতি থেকে মুক্ত হতে হলে ক্রীড়া একটি অন্যতম বিনোদনের মাধ্যম হতে পারে। এর ফলে সাংবাদিকদের নতুন করে কর্মপ্রেরণাও সৃষ্টি হয়। ঢাকা রিপোটার্স ইউনিটি প্রতি বছর সাংবাদিকদের নিজ পেশার বাইরে সুস্থ বিনোদনের লক্ষ্যে যে ক্রীড়া উৎসবের আয়োজন করে থাকে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। আশা করছি ডিআরইউ এই ধারা অব্যাহত রাখবে।
ডিআরইউ পরিচালিত এবারের প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগে ১৩টি ইভেন্টে ৪০০’রও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে। ইভেন্টগুলো হচ্ছে: আর্চারি, ম্যারাথন, দাবা, শ্যুটিং, সাঁতার, ব্যাডমিন্টন (একক), টেবিল টেনিস (একক), ক্যারম (একক) ও ব্রীজ। এছাড়া প্রতি বছরের ন্যায় বিভিন্ন মিডিয়া হাউসগুলোকে নিয়ে আকর্ষণীয় ক্রিকেট প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/এসইউএল)