নভেম্বরের মধ্যে অ্যাটকোর নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ আগস্ট, ২০১৫ ১৬:৩৪:৫৪

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) বর্তমান কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় আগামী নভেম্বরের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
গতকাল শনিবার কাকরাইলে অ্যাটকোর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন নির্বাচনের জন্য গঠিত কমিশন নির্বাচনের তারিখ ঘোষণাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করবে।
এ ছাড়া কারাবন্দী একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামের মুক্তি দাবি করা হয় অ্যাটকোর ওই সভা থেকে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর প্রেসিডেন্ট, এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোসাদ্দেক আলী। সভায় সংগঠনের মহাসচিব শাইখ সিরাজসহ অন্য নেতারাও উপস্থিত ছিলেন।
সভা শেষে অ্যাটকো প্রেসিডেন্ট বলেন, আমাদের সংগঠন এরই মধ্যে দুই বছর অতিক্রম করেছে। কমিটি তার পূর্ণ মেয়াদ সম্পন্ন করেছে। সে কারণে কোম্পানি আইন অনুযায়ী নতুন কমিটি নির্বাচনের জন্য আজকে থেকে ৯০ দিনের মধ্যে (নভেম্বরের মধ্যে) নতুন নির্বাচন হবে। আমরা আজকে নির্বাচন কমিশন ঠিক করেছি। সেই নির্বাচন কমিশন আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেগুলো পরবর্তী সময়ে জানানো হবে। আজকের সভায় এসব বিষয় নিয়েই আলোচনা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩আগস্ট/জেবি)