logo ২৮ এপ্রিল ২০২৫
নিরাপত্তা চেয়ে সাংবাদিকের জিডি
কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
২২ আগস্ট, ২০১৫ ০৯:২৫:৩৩
image

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চ্যানেল টোয়েন্টিফোরের এই স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস। গতকাল শুক্রবার কুষ্টিয়া সদর মডেল থানায়  তিনি এ জিডি করেন।


শরীফ বিশ্বাস জানান, জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগকর্মী সবুজ নিহত হওয়া এবং সাবেক এএসআই আনিসের শটগান হাতে ছবি প্রচারিত হওয়ায় দুর্বৃত্তরা তাঁকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার সকালে শহরের জগতি সুগারমিল এলাকার বাড়ি থেকে মোটরসাইকেল যোগে অফিসে আসছিলেন শরীফ। কিছুদূর যেতেই মোটরসাইকেলসহ দুই ব্যক্তি তার সামনে দাঁড়ায়। এরপর মোটরসাইকেল নিয়ে তিনজন তাঁর দিকে এগিয়ে আসে। এ সময় শরীফ অন্যপথ ধরে অফিসে চলে আসেন। 


শরীফ বলেন, তার ওপর হামলা চালাতেই দুর্বৃত্তরা পরিকল্পনা করেছিল। পরে জীবনের নিরাপত্তা চেয়ে তিনি আনিস ও তার বিয়াই আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান মোমিজের লোকজনের নামে জিডি করেন। 


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জিডির সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।


(ঢাকাটাইমস/২২আগস্ট/জেবি)