logo ২৮ এপ্রিল ২০২৫
জামিনে মুক্ত প্রবীর, বিএনপির ফুলেল শুভেচ্ছা
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৫:০০:৩৭
image

ফরিদপুর: তথ্যপ্রযুক্তি আইনের মামলায় জামিন লাভের পর মুক্তি পেয়েছেন সাংবাদিক প্রবীর সিকদার। ফরিদপুর কারাগার থেকে বুধবার দুপুর ২টায় তিনি ছাড়া পান। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান।


এর আগে বুধবার সকালে ফরিদপুরের ১নং আমলি আদালতে প্রবীরকে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম তার জামিন আবেদন মঞ্জুর করেন।


সাংবাদিক প্রবীর সিকদারের পক্ষের আইনজীবী আলী আশরাফ নান্নু জামিনের কপি নিয়ে জেলগেটে যান। এরপর যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর এই সাংবাদিককে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।


জানা যায়, সাংবাদিক প্রবীর সিকদার মুক্তি পাওয়ার আগে জেলগেটে তাকে স্বাগত জানাতে বিএনপি, যুবদল, ছাত্রদলের জেলার নেতারা অপেক্ষা করতে থাকেন। তিনি বের হওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়।


এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবীর সিকদারের আইনজীবী ফরিদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ নান্নু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি একে কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।


জামিনে মুক্তি লাভের পর প্রবীর সিকদার সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমি অভিভূত, ফরিদপুরে সাংবাদিকদের ভূমিকায় আমার জামিন সহজ হয়েছে।  তিনি দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ধন্যবাদ জানান।


সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে রবিবার ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উপদেষ্টা ও সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকে স্বপন কুমার পাল।


রাজধানীর ইন্দিরা রোডের নিজ পত্রিকা কার্যালয় থেকে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে প্রবীর সিকদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এরপর সোমবার ভোরে সেখান থেকে তাকে ফরিদপুর থানায় নিয়ে যাওয়া হয়।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/বিইউ/জেবি)