logo ২৮ এপ্রিল ২০২৫
প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৫ ১০:১৫:২৪
image

ফরিদপুর: ফেইসবুকে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্নের অভিযোগে সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে তথ্য প্রযুক্তি আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।


মামলার বাদী ফরিদপুরের এপিপি স্বপন পাল বলেন, জীবনহানির আশঙ্কা প্রকাশ করে তার জন্য মন্ত্রীকে দায়ী করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন প্রবীর সিকদার। এভাবে তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মন্ত্রীর সুনাম ক্ষুণ্ন হয়েছে।


গত ১০ অগাস্ট ‘আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের একটি স্ট্যাটাসে তিনি লিখেন- “আমি খুব স্পষ্ট করেই বলছি, নিচের ব্যক্তিবর্গ আমার জীবন শংকা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন : ১. এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি, ২. রাজাকার নুলা মুসা ওরফে ড. মুসা বিন শমসের, ৩. ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার ওরফে মাওলানা আবুল কালাম আজাদ এবং এই তিন জনের অনুসারী-সহযোগীরা।”


ফেইসবুকে তথ্য প্রযুক্তি আইন বহির্ভূত লেখালখির কারণ জানতে রবিবার সন্ধ্যায় গোয়েন্দা পুলিশ তাদের কার্যালয়ে নেয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) সাজ্জাদুর রহমান বলেন, ‘প্রবীর সিকদারকে কোনো কারণে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তিনি তার জীবন নিয়ে শঙ্কায় আছেন এবং পুলিশ তাকে সহায়তা করছে না এমন একটি ফেইসবুক স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে তাকে ডেকে আনা হয়েছে। পুলিশ তার কাছে জানতে চাইছে, কী কারণে তার জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’


(ঢাকাটাইমস/ ১৭ আগস্ট/ এইচএফ/ঘ.)