logo ২৮ এপ্রিল ২০২৫
ঐক্যবদ্ধ ইউনিয়ন প্রতিষ্ঠার অঙ্গীকার সাংবাদিকদের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১৮:১৮:১০
image

ঢাকা: আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিভক্ত সাংবাদিক ইউনিয়নগুলোকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সাংবাদিক নেতারা।


জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (জ্যাব) আয়োজিত ‘মুক্ত গণমাধ্যম ও সাংবাদিক দায়িত্বশীলতা’ শীর্ষ আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আমরা স্বাধীন গণমাধ্যম চাই, আর একজন সাংবাদিককে অবশ্যই দায়িত্বশীল হতে হবে।


সাংবাদিক নেতারা বলেন, রাজনৈতিক লেজুড়বৃত্তির কারণে সাংবাদিকদের ইউনিয়নগুলো ভেঙে গেছে। সাংবাদিক সমাজ আজ মর্যাদা ও অধিকারহারা। সাংবাদিকদের এই হারানো গৌরব ও অধিকার ফিরিয়ে আনতে হলে ঢাকা সাংবাদকি ইউনিয়ন (ডিইউজে) ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঐক্য অত্যাবশ্যক। তারা অবিলম্বে বিভক্ত ডিইউজে ও বিএফইউজেকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


জ্যাব ঢাকা মহানগরের আহ্বায়ক সৈয়দ মেজবাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বিএফইউজে’র সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবীর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক সরদার ফরিদ আহমদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব যুগ্ম-সধারণ সম্পাদক ইলিয়াস খান, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগজী, ডিইউজে’র সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জ্যাব নেতা ড. মেহেদি মাসুদ ও আহমেদ করিম।


(ঢাকাটাইমস/১০আগস্ট/জেবি)