ঢাকা: পছন্দ হয়নি প্রশ্ন, ধৈর্য হারিয়ে তাই সাংবাদিককে খুনের হুমকি দিলেন ভারতের মধ্য প্রদেশের ধারের বিজেপি বিধায়ক ভেল সিং ভুরিয়া। তাঁর দাবি, জনপ্রতিনিধি হিসেবে তাঁর অধিকার নিয়ে প্রশ্ন করলে তার ফল ভুগতে হবে।
মধ্যপ্রদেশের ধার কেন্দ্র থেকে গত বিধানসভা নির্বাচনে জয়ী হন কট্টর আরএসএস পদাধিকারী বিজেপি বিধায়ক ভেল সিং ভুরিয়া। সম্প্রতি তাঁকে প্রশ্ন করে বিরল অভিজ্ঞতা হল এক সাংবাদিকের। এক কৃষক জনসভায় বিধায়কের বক্তব্যের মাঝে তাঁকে প্রশ্ন করেন ওই সাংবাদিক। এতে মেজাজ বিগড়ে যায় ভুরিয়ার।
প্রকাশ্যে ওই সাংবাদিককে তিনি ধমকের সুরে বলেন, ‘তুমি আমার অধিকার নিয়ে প্রশ্ন করছ। আমার তো কাউকে এনকাউন্টার করানোর অধিকারও রয়েছে। যদি মানুষ শান্তি ভঙ্গ করে এবং গণ্ডগোল পাকানোর চেষ্টা করে তাহলে প্রয়োজনে তা-ও করাতে পারি। আমায় বিধায়ক বানিয়েছ যখন, তাহলে সম্মান কর। সাংবাদিক তো কি? যা ইচ্ছে লিখতে পারো। আমার তাতে কিছু যায়-আসে না।’
নিজের বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে বিজেপি বিধায়ক তার পর বলেন, এই ধরনের প্রশ্ন করা অভদ্রতা। তবে এর পর নিজের ভুল বুঝতে পেরে সুর নরম করেন ভুরিয়া।
তখনই তিনি ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, ‘এবার আমি তোমায় চিনতে পেরেছি। তোমাকে এখন আমি সাংবাদিক পরিচয়েই সম্বোধন করব। তবে ওই ভাবে ভিড়ের মাঝে বাচ্চাদের মধ্যে দাঁড়িয়ে কখনও আমায় প্রশ্ন করবে না।’
ভেল সিং ভুরিয়ার এই কীর্তি ধরা পড়ে ভিডিও ফুটেজে। পরে তা ফেসবুকে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি নেতৃত্বের গোচরে আসে। দলীয় সূত্রে খবর, বিধায়কের এই অসাবধান মন্তব্য নিয়ে শীর্ষ স্তরে আলোচনা হয়েছে।
তবে এই সুযোগ হাতছাড়া করতে নারাজ বিজেপির বিরোধীরা। কংগ্রেস মুখপাত্র পঙ্কজ চতুর্বেদী বলেন, বিজেপি বিধায়ক নিজের অধিকারের সীমা লঙ্ঘন করেছেন। তাঁর এ হেন আচরণ নিন্দনীয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে বিধায়কের গতিবিধি নিয়ন্ত্রণ করার আবেদন জানান তিনি।
(ঢাকাটাইমস/৭আগস্ট/এমএটি)