logo ২৯ এপ্রিল ২০২৫
আইএসে যোগ দিলেন ভারতীয় মহিলা সাংবাদিক
ঢাকাটাইমস ডেস্ক
০৫ আগস্ট, ২০১৫ ১৬:১১:৫৮
image

ঢাকা: এ যেন পুরো সিনেমার গল্প। খবর সংগ্রহ করতে গিয়ে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসের সদস্য হয়ে গেলেন এক ভারতীয় মহিলা সাংবাদিক।


সূত্রের খবর, কেরলের এক মালয়ালম সংবাদপত্রের হয়ে কাজ করার জন্য কাতারের রাজধানী দোহায় নিযুক্ত হন এক মহিলা সাংবাদিক। সন্ত্রাসবাদী এই সংগঠনের হালখবর লিখে পাঠানোই ছিল তাঁর দায়িত্ব। দীর্ঘদিন এই কাজ করতে করতে ইসলামিক স্টেটের (আইএস) প্রতি নাকি ভালোবাসা বাড়ে ওই মহিলা সাংবাদিকের। এরপরই তিনি স্থির করেন, আইএসে যোগ দেবেন। গত বছর ভারতে ফিরে নিজের সাংবাদিকতার কাজে ইস্তফা দিয়ে যান ওই মহিলা সাংবাদিক।


আইএসে যোগ দেওয়া সাংবাদিকের পরিবার সূত্রে খবর, আইএসে যোগ দিতে কি না জানেন না, তবে তাঁদের মেয়ে কাতারে গিয়েছে। আর সেখান থেকে সিরিয়া যাওয়ার কথা তার।


মহিলা এই সাংবাদিককে নিয়েই আপাতত রাতের ঘুম উড়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পরিচয় প্রকাশ করা না হলেও তদন্ত শুরু হয়েছে ওই সাংবাদিকের বর্তমান অবস্থান নিয়ে। মনে করা হচ্ছে, ভারতে যে 'আখরি ফয়সালার লড়াই' শুরু করার কথা ভাবছে আইএস, তার নেতৃত্বে থাকতে পারেন এই মহিলা সাংবাদিকই।


ইতিমধ্যেই সরকারি গোয়েন্দা সূত্রে ওই সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। নজর রাখা হচ্ছে তাঁর টুইটারের ওপর।


(ঢাকাটাইমস/৫আগস্ট/জেবি)