ঢাকা: উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের চতুর্থ বর্ষপূর্তি। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১ টা ২ মিনিটে চ্যানেলের নিজস্ব স্টুডিওতে কেক কাটা পর্বে অংশগ্রহণ করেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারপারসন রতœা পাত্র, ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম, বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদসহ স্কয়ার গ্রুপ এবং মাছরাঙা টেলিভিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও জন্মদিন উপলক্ষে সকাল থেকেই টেলিভিশন প্রাঙ্গনে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তারকাদের মেলা শুরু হয়।
উল্লেখ্য, ‘রাঙাতে এলো মাছরাঙা’ শ্লোগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাছরাঙা টেলিভিশন। যাত্রার শুরু থেকে চ্যানেলটি তার অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে বাংলাদেশকে ধারণ করার চেষ্টা করে। বাংলাদেশের কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে এর নানামাত্রিক আয়োজন দর্শকদেও দৃষ্টি আকর্ষণ করেছে। নতুন বছরে অনুষ্ঠান ও সংবাদের ক্ষেত্রে আরও অনেক অভিনবত্ত্ব যোগ করার পরিকল্পনা রয়েছে চ্যানেলটির।
(ঢাকাটাইমস/৩০জুলাই/এসকে/এমএম)