logo ২৯ এপ্রিল ২০২৫
ছয় মাসের মধ্যে সম্প্রচার আইন
ঢাকাটাইমস ডেস্ক
২৬ জুলাই, ২০১৫ ২১:০৯:৪৩
image

ঢাকা: বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রতি ঘণ্টায় কতটা সময় বিজ্ঞাপন প্রচার করা যাবে সে বিষয়টি নির্ধারণ করে আগামী ছয় মাসের মধ্যেই সম্প্রচার আইন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিবিসির বাংলাদেশ সংলাপে তথ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে সম্প্রচার নীতিমালা হয়েছে এবং তার আলোকেই সম্প্রচার আইন করা হবে। এ আইনের অধীনে একটি সম্প্রচার কমিশন থাকবে বলে জানান ইনু।


একজন দর্শক ফারাহ দীবা দীপ্তি প্রশ্ন করেন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে অতিরিক্ত বিজ্ঞাপনের কারণে দর্শকরা ভারতের চ্যানেল নির্ভর হয়ে যাচ্ছে। সেজন্য টেলিভিশনে বিজ্ঞাপন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেয়া যায় কিনা।


অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে এখন বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে অনুষ্ঠান চলছে।


আরেকজন প্যানেলিস্ট যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান হাফিজ উদ্দিন আহমেদের সাথে একমত পোষণ করেন। তিনি বলেন, “দর্শক হিসেবে যখনই বাংলাদেশের কোন চ্যানেল দেখি তখন শুধুই বিজ্ঞাপন দেখা যায়।।”


অনুষ্ঠানের আরেক প্যানেলিস্ট সাবেক রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির বলেন শুধু বিজ্ঞাপনের কারণেই বাংলাদেশের দর্শকরা ভারতীয় চ্যানেলমুখী হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে।


কবির মনে করেন, একটি চ্যানেল কতক্ষণ বিজ্ঞাপন দেখাতে পারবে তার একটি নীতিমালা থাকা দরকার। একই সাথে টেলিভিশন চ্যানেলগুলোর মান উন্নত করার দিকে নজর দিতে হবে বলে তিনি মনে করেন।


এ বিষয়ে তথ্যমন্ত্রী জানান বিজ্ঞাপনের বিষয়ে চূড়ান্ত বিধান করতে টেলিভিশনের মালিকপক্ষ রাজি নয়। তিনি বলেন, ব্রিটেনে এগার শতাংশের বেশি বিজ্ঞাপন প্রচার করা হয় না। কিন্তু বাংলাদেশের চ্যানেলগুলোতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ বিজ্ঞাপন প্রচার করা হয়।


তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞাপন প্রচার করার একটা নিয়ম আছে। কিন্তু বিজ্ঞাপন প্রচারের সঠিক নিয়ম বাংলাদেশে পালন করা হয় না। সেজন্য সম্প্রচার আইনের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের নিয়ম নির্ধারণ করে দেয়া হবে।


কোনো টেলিভিশন চ্যানেল নীতিমালা ভঙ্গ করছে কিনা সেটি দেখভাল করবে সম্প্রচার কমিশন। কেউ নীতিমালা ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।–বিবিসি


(ঢাকাটাইমস/২৬জুলাই/জেবি)