বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপন, সম্পাদক কামরুল
বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ জুলাই, ২০১৫ ১৮:৫২:৫৩
বরিশাল: বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৫তম বার্ষিক সাধারণ সভা শনিবার সকাল ১১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আনিসুর রহমান খান স্বপনকে (ঢাকা ট্রিবিউন) সভাপতি ও কামরুল আহসানকে (দেশ জনপদ) সাধারণ সম্পাদক করে সাত সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনার কামাল মাসুদুর রহমান। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার।
কমিটির অন্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ মাসুক কামাল (ভয়েস অব বরিশাল) এবং দফতর ও প্রচার সম্পাদক রবিউল ইসলাম (আলোকিত বরিশাল) নির্বাচিত হন।
নির্বাহী সদস্যরা হলেন— সুশান্ত ঘোষ (ডেইলি স্টার, দেশটিভি), নজরুল বিশ্বাস (চ্যানেল নাইন) ও বাপ্পী মজুমদার (বেঙ্গল বারতা)।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন শেষে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, কামাল মাছুদুর রহমান, বিধান সরকার, মিথুন সাহা, আরিফুল ইসলাম, মুশফিক সৌরভসহ অন্যরা।
(ঢাকাটাইমস/২৫জুলাই/জেবি)