logo ২৯ এপ্রিল ২০২৫
সাংবাদিক আতিকুল আলমের দাফন বুধবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১৬:২৮:০৩
image

ঢাকা: বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিকুল আলমকে বুধবার বনানী কবরস্থানে দাফন করা হবে।


মরহুমের পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক আতিকুল আলমের মরদেহ রাত ২টার দিকে (২১ জুলাই) বগুড়া থেকে ঢাকায় এনে সিএমএইচ এর হিমঘরে রাখা হয়েছে। তার একমাত্র ছেলে শামীম যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলে বুধবার দুপুরে মগবাজারের কাজী অফিস গলির মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ আসর বনানী কবরস্থানে বাবা ও মেয়ের কবরের পাশে আতিকুল আলমকে দাফন করা হবে।


এর আগে ঈদ উদযাপনে বগুড়ার শ্বশুরালয় অবস্থানকালে সোমবার দুপুর ২টায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহীসহ সাংবাদিকতা পেশার অগণিত ভক্ত রেখে গেছেন। 


(ঢাকাটাইমস/২১জুলাই/জেবি)