উদঘাটন হয়নি সাংবাদিক সায়েম হত্যার রহস্য
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৫ ০০:৩৮:০২

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম হত্যার এক সপ্তাহ পেরিয়ে গেছে। এ ঘটনার রহস্য এখনও উদঘাটন হয়নি। মামলার আসামিরাও ধোরা-ছোঁয়ার বাইরে। দুইজন আসামির মধ্যে পুলিশ এখনও এ হত্যাকাণ্ডের একজন মাস্টার মাইন্ডেড আসামিকে আটক করতে পারেনি।
সাংবাদিক আবু সায়েম (৩৫) গত ৭ জুলাই রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর হাসপাতাল থেকে ঢাকা মহাখালী বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে গত বুধবার বেলা পৌনে চারটার দিকে তিনি মারা যান।
নিহত সাংবাদিক আবু সায়েম জীবননগর পিয়ারাতলার আবুল খায়ের বাচ্চু মোল্লার ছেলে। ব্যক্তি জীবনে সাংবাদিক সায়েম রুদ্র (৬) ও রনক (৪) নামের দুই সন্তানের বাবা ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ব্যবসা করতেন।
এদিকে জীবননগরে কর্মরত সাংবাদিকরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে। এ ঘটনার পর থেকে পেশাগত দায়িত্ব পালনে আতঙ্কিত হয়ে পড়েছেন চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক সায়েম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি সায়েমের মা-বাবা ও সহকর্মীদের।
জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির বলেন, “সহকর্মী সায়েম হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা সোচ্চার আছি। এখন মিছিল-মিটিং, মানববন্ধন, বিক্ষোভ, স্মারকলিপি পেশসহ নানা কর্মসূচি পালন করছি। খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”
(ঢাকাটাইমস/১৬জুলাই/জেবি)