logo ২৯ এপ্রিল ২০২৫
শরীয়তপুর সাংবাদিক সমিতির ইফতার ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ জুলাই, ২০১৫ ২১:৩৮:২২
image

 ঢাকা: শরীয়তপুরের সংসদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলার আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ আহবান জানিয়েছেন।


 গতকাল রবিবার রাজধানীর তোপখানা রোডে অলিম্পিয়া  প্যালেস-এ শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তারা বলেন, ৯৬ সালের  শরীয়তপুরে বেশকিছু উন্নয়নমূলক কাজ হলেও এ জেলা এখনো সবচেয়ে অবহেলিত একটি জনপদ।


 সংসদ সদস্যগন এলাকার যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব ও বাল্যবিবাহসহ জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য ঢাকায় কর্মরত সাংবাদিকদেও প্রতি আহবান জানান।


 ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও শরীয়তপুর সাংবাদিক সমিতির আহবায়ক রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক ডেপুটি স্পীকার ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) শওকত আলী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, নড়িয়া উন্নয়ন সমিতি‘র (নুসা) নিবার্হী পরিচালক মাজেদা শওকত আলী, শরীয়তপুর সমিতি, ঢাকার সাধারন সম্পাদক আবুল বাশার রানা, শরীয়তপুর সাংবাদিক সমিতি’র উপদেষ্টা--সংবাদসংস্থা বাসস’র পরিচালক মোস্তাক আহমেদ মোবারকী, কবি মাহমুদ শফিক, সৈয়দ জহিরুল আবেদিন, সাধারন সম্পাদক মিজানুর রহমান, হাবিবুর রহমান পলাশ ও হারুন-অর-রশিদ বক্তব্য রাখেন।


 সভায় শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা নেতৃবৃন্দও জেলার সব ধরণের উন্নয়নে সহযোগিতার হাত বাড়ানোর  অঙ্গীকার করেন।


(ঢাকাটাইমস/ ১৩ জুলাই /এআর/ ঘ.)