ফের জাতিসংঘ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুলাই, ২০১৫ ১৮:১৮:৩০
ঢাকা: চতুর্থবারের মতো জাতিসংঘ জনসংখ্যা কর্মসূচির (ইউএনএফপিএ) ফ্যামিলি প্ল্যানিং মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ লাভ করেছেন জাতীয় ইংরেজি দৈনিক ‘ডেইলি সানের’ জ্যেষ্ঠ প্রতিবেদক তারিক হাসান শাহরিয়ার। এর আগে তিনি তিনবার এ পুরস্কারে ভূষিত হয়েছেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতের বিভিন্ন বিষয়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন লেখার জন্য তিনি এ সম্মাননা লাভ করেছেন।
তারিক হাসান দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বাস্থ্য, মাতৃ ও শিশুস্বাস্থ্য, সংক্রামক ব্যাধি ও অপুষ্টির কারণে মা ও শিশুর গর্ভকালীন ঝুঁকি, বাল্যবিবাহ রোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, উপকূলীয় এলাকার মানুষের স্বাস্থ্যঝুঁকি, পানিবাহিত নানা রোগ, খাদ্যে ভেজাল, অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের কারণে খাদ্যে বিষক্রিয়া থেকে স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু পরিবর্তনের কারণে জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া, মাদক গ্রহণে যুবসমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি ইত্যাদি বিষয়ে তথ্যনিষ্ঠ ও অনুসন্ধানী প্রতিবেদন রচনা ও প্রকাশ করে আসছেন।
(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)