logo ২৯ এপ্রিল ২০২৫
ট্যুরিজম ফেলোশিপ পেলেন ১০ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ১৫:০৩:৩৯
image

ঢাকা: পর্যটন বিষয়ক রিপোটিংয়ের জন্য প্রিন্ট অ্যান্ড ইলেক্ট্রনিক মিডিয়ার ১০ সাংবাদিককে ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)।

আজ শনিবার রাজধানীর হোটেল অবকাশ মিলনায়তনে ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সার্টিফিকেট ও চেক তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

এটিজেএফবি’র সভাপতি নাদিরা কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পর্যটন সচিব খোরশেদ আলম চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ জামান খান কবির, মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও এটিজেএফবি’র সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার।

অনুষ্ঠানে ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- শরিফুল হাসান (প্রথম আলো), নীলাদ্রি মহারত্ন (ইনডিপেন্ডেন্ট টেলিভিশন), মিজান চৌধুরী (যুগান্তর), মাসুদ রুমী (কালের কণ্ঠ), কামরান সিদ্দীকি (সমকাল), ইমরান পাটওয়ারী (ভোরের কাগজ), এ কে এম মঈনউদ্দিন (ইউএনবি), খালিদ আহসান (বিটিভি), ইমতিয়াজ আহমেদ (সময় টিভি) ও  রাজীব ঘোষ (এটিএন নিউজ)।

ফেলোশিপপ্রাপ্ত প্রত্যেককে ৬০ হাজার টাকার চেক ও সার্টিফিকেট দেওয়া হয়।


(ঢাকাটাইমস/৫জুলাই/জেবি)