logo ২৯ এপ্রিল ২০২৫
হুমকিদাতাদের গ্রেপ্তার দাবিতে ডিএসইসির মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ জুন, ২০১৫ ১৮:৪২:১৭
image

ঢাকা: দেশের ২৫ বিশিষ্ট নাগরিক হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আ আ ম স আরেফীন সিদ্দিক, সাবেক ভিসি ড. আনোয়ার হোসেন, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির, বিএফইউজে সভাপতি সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, শ্যামল দত্ত, মুন্নী সাহা, নবনীতা চৌধুরীসহ ২৫ জন দেশবরেণ্য নাগরিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা দেশের ২৫ বিশিষ্ট ব্যক্তি হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দেশে জঙ্গিবাদ ও মৌলবাদ গোষ্ঠী প্রতিষ্ঠিত করার জন্যই আনসারুল্লাহ বাংলাটিম এ হত্যার হুমকি দিয়েছে। কেননা প্রগতিশীল মানুষ যতোদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত এ দেশে কোনো জঙ্গিবাদ গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। তাই এসব প্রগতিশীল মানুষদের স্তব্ধ করে দেয়ার জন্যই হত্যার হুমকি দেয়া হচ্ছে।


বক্তারা বলেন, জঙ্গি গোষ্ঠীরা এখন পর্যন্ত যেসব প্রগতিশীল মানুষদের হত্যা করেছে। সেগুলোর যদি সুষ্ঠু বিচার হতো তাহলে আজকে তারা দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি দিতে সাহস পেতো না। হত্যার হুমকি দাতাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং জঙ্গিরা এ পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসবের কঠিন বিচার দাবি করেছেন মানববন্ধনকারীরা।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কেএম শহীদুল হক, যুগ্ম সম্পাদক মুক্তাদির অনিক, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন, কোষাধ্যক্ষ একেএম ওবায়দুর রহমান, দফতর সম্পাদক আবু কাউছার খোকন, কার্যনির্বাহী কমিটির সদস্য আলম হোসেন, আনজুমান আরা শিল্পী, নাসির উদ্দিন বুলবুল ও জাওহার ইকবাল খান।

এছাড়াও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, ইত্তেফাকের যুগ্নবার্তা সম্পাদক আবদুল বারী, সদস্য মফিজুর রহমান বাবু, এনামুল হক, মান্নান মিয়া, জয়বাংলা সাংবাদিক মঞ্চের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান বাবু, সচিবালয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমে ঢাকায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৩০জুন/জেবি)