logo ২৯ এপ্রিল ২০২৫
ঢাকা কোর্ট রিপোর্টার্সের সভাপতি আলমগীর, সম্পাদক মবিন
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৫ ১৮:১৩:৫২
image

ঢাকা: ঢাকা কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের ২০১৫-২০১৬ সালের কার্যকরী কমিটির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের আদালত প্রতিবেদন অ্যাডভোকেট সামিউল করিম আলমগীর ও সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক অ্যাডভোকেট মবিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।


সোমবার বিকালে ঢাকা জেলা জজের পুরাতন ভবনের নিচতলায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।


নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক মবিনুল ইসলাম এবং দৈনিক প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪১ ভোটের মধ্যে ২৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে ২৭ ভোটের মধ্যে ২৬টি ভোট পেয়েছেন মবিনুল ইসলাম এবং মাত্র একটি ভোট পেয়েছেন প্রশান্ত কুমার কর্মকার।


নির্বাচনে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম এবং অ্যাডভোকেট আবু বকর ফরহাদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।


নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি দৈনিক সংবাদের অ্যাডভোকেট মাহবুবুল হক, সহ-সাধারণ সম্পাদক বাংলামেইলটোয়েন্টিফোর ডটকমের প্রিয়লাল সাহা, কোষাধ্যক্ষ দৈনিক নিউ এজের রবিউল ইসলাম রবি, দপ্তর ও প্রচার সম্পাদক জাস্ট নিউজবিডি ডটকমের আবুল কালাম খান, সদস্য পদে দৈনিক দিনকালের মশিহুর রহমান, দৈনিক জনকণ্ঠের সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ও দৈনিক ভোরের ডাকের সরকার আব্দুল মুনিম।


(ঢাকাটাইমস/২৯জুন/আরজে/জেবি)