logo ৩০ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবের ভেতর আওয়ামীপন্থী সাংবাদিকদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৫ ১৪:৫৫:০৭
image

ঢাকা: সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের অবিলম্বে প্রেসক্লাবের সদস্যপদ দেয়ার দাবিতে শনিবার প্রেসক্লাবের ভেতর অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা।


সকাল এগারোটার দিকে সাংবাদিক কাঞ্চন কুমার দে’র নেতৃত্বে প্রেসক্লাবের নিচতলায় অবস্থান নেন ২৫-৩০ জন সাংবাদিক।


এ সময় তারা প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিতদের অবিলম্বে সদস্যপদ দেয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি প্রেসক্লাবকে রাজাকারমুক্ত করারও আহ্বান জানান তারা।


অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সাংবাদিক মৃণাল চক্রবর্তী, সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক প্রমোদ বাবু প্রমুখ।


(ঢাকাটাইমস/২৭জুন/এমএম)