ঢাকাটাইমস-এর ফেসবুক পেজ হ্যাকড
ঢাকাটাইমস ডেস্ক
২৬ জুন, ২০১৫ ২২:২৩:৪৫
ঢাকা: ফেসবুকে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের ফ্যান পেজটি হ্যাক করা হয়েছে। আজ ২৬ জুন, শুক্রবার সকাল ১০টা থেকেই ফেসবুকে ঢাকাটাইমস এর পেজটি আর দেখা যাচ্ছে না।
ফেসবুকে ঢাকাটাইমস এর পেজটি সার্চ দিলেই- “দুঃখিত এই পেজটি আর নেই; আপনি যে লিংকটি ফলো করছেন তা হয় ভেঙ্গে গেছে, আর নয়তো সরিয়ে ফেলা হয়েছে”- এই নোটিফিকেশন দেখানো হচ্ছে।শুক্রবার গভীর রাত পর্যন্ত পেজটি দেখা যায়নি।অনেকে অফিসে ফোন করে এমন অবস্থার কারণ জানতে চেয়েছে।
ঢাকাটাইমসের ফেসবুক পেজটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল। এর লাইক ছিল প্রায় তিন লাখের বেশি।অল্প সময়ের মধ্যেই এটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। প্রতিদিনই লাইক সংখ্যা উল্লেখযোগ্যহারে বাড়ছিল।
(ঢাকাটাইমস/২৬জুন/এমএটি)