মিশরে বিশ্বের সর্বোচ্চসংখ্যক সাংবাদিক কারাবন্দী
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৫ ১৭:০৩:২৫

ঢাকা: মিশরে বিশ্বের সর্বোচ্চসংখ্যক সাংবাদিক কারাবন্দী রয়েছেন বলে জানিয়েছে কমিটি ফর দ্য প্রটেকশন অফ জার্নালিস্টস বা সাংবাদিক সুরক্ষা কমিটি (সিপিজে)। সংবাদপত্রের স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালাতে জাতীয় নিরাপত্তার অজুহাতে সাংবাদিকদের বন্দী করা হচ্ছে বলে সিপিজে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।
১ জুনে সিপিজে পরিচালিত কারা শুমারিতে অন্তত ১৮ জন বন্দী মিশরীয় সাংবাদিকদের সন্ধান পাওয়া গেছে, যারা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জেলে গেছেন।
সিপিজে ১৯৯০ সাল থেকে কারাবন্দি সাংবাদিকদের সম্পর্কে তথ্য-উপাত্তের রেকর্ড রাখতে শুরু করার পর থেকে মিশরে বন্দি সাংবাদিকের সংখ্যা এটিই সর্বোচ্চ।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে কমিটিটি বলেছে, মিশরে গণমাধ্যমের ওপর কর্তৃপক্ষের কড়াকড়ির পরিবেশের মধ্যে সাংবাদিকরা জেলে যাওয়ার হুমকিতে আছে। সমালোচনামূলক প্রতিবেদন কিংবা স্পর্শকাতর বিষয়ের ওপর প্রতিবেদন প্রকাশ না করার জন্য গণমাধ্যমকে চাপে রাখে মিশর কর্তৃপক্ষ।
মিশরের প্রেস সিন্ডিকেটের ফ্রিডমস কমিটির প্রধান খালেদ আল বালশাই কারাবন্দী সাংবাদিকের সংখ্যা আরো বেশি বলে জানিয়েছেন। তিনি এ সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করেন। তবে এ তথ্য কোনো নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।
রয়টার্সকে খালেদ বলেন, ‘মিশরের সাংবাদিকতার ইতিহাসে আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।’
মিশরে সন্ত্রাসী তালিকাভুক্ত দল মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগেই মূলত বেশিরভাগ সাংবাদিককে কারাবন্দী করা হয়েছে বলে জানিয়েছে সিপিজে।
প্রসঙ্গত, ব্রাদারহুডকে জাতীয় নিরাপত্তায় হুমকি হিসাবেই দেখে আসছে মিশর কর্তৃপক্ষ। দলটির ওপর দমনপীড়নের অভিযোগও মিশর অস্বীকার করেছে।
(ঢাকাটাইমস/২৬জুন/এমএটি)