ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ জুন, ২০১৫ ০০:১৩:৪৭

ঢাকা: ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকা’র উদ্যোগে আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঢাকাস্থ ফেনীর বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকায় বসবাসরত বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলটি ফেনীবাসীর মিলনমেলায় পরিণত হয়।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ফোরামের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও মীর আহাম্মেদ মীরু অনুষ্ঠানে যৌথভাবে সভাপতিত্ব করেন।
ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, নিজাম উদ্দিন হাজারী এমপি, সাবেক এমপি জয়নাল আবদীন (ভিপি), সিনিয়র সাংবাদিক এরশাদ মজুমদার ও খোন্দকার মোজাম্মেল হক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আকরাম হোসেন হুমায়ুন, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, অভিনেতা মহিউদ্দিন বাহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শারমিন মূসা, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুস সবুর আসুদ, জেএসডির যুগ্ম-সাধারণ সম্পাদক সাই্ফ উদ্দিন মাহমুদ স্বপন, দিগন্ত টিভির উপনির্বাহী পরিচালক মুজিবুর রহমান মঞ্জু, কবি জাকির আবু জাফর, জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফোরামের সাবেক সভাপতি মোতাহের হোসেন মাসুম ও সাবেক সাধারণ সম্পাদক লোটন একরাম, সাবেক সহ-সভাপতি আইয়ুব ভূঁইয়া, ফেনী সমিতির সাবেক নেতা জিয়া খন্দকার, ফোরামের সহ-সভাপতি তানভীর আলাদিন ও আমানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম জাহিদ, যুগ্ম সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৪জুন/জেবি)