সাংবাদিক ছাঁটাইয়ে ডিইউজের ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৫ ১৬:১৭:০৩

ঢাকা: দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সাংবাদিক ছাঁটাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ।
সংগঠনের সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ শনিবার এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।
বিৃবতিতে তারা বলেন, পবিত্র রমজান মাসের পূর্ব মুহূর্তে দৈনিক কালের কণ্ঠ ও ডেইলি ইন্ডিপেন্ডেন্ট কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব সতর্কতা জারি ছাড়াই রীতিনীতি উপেক্ষা করে সাংবাদিক ছাঁটাই করেছে। ওয়েজবোর্ড রোয়েদাদ ভুক্ত সাংবাদিকদের জোরপূর্বক চুক্তিভিত্তিক চাকরিতে বাধ্য করার নামে আইন ও মানবাধিকার পরিপন্থি পদক্ষেপ নিয়েছেন।
নেতারা আরও বলেন, এ ধরনের ঢালাও ছাঁটাই ও জোরপূর্বক চুক্তিভিত্তিক চাকরিতে বাধ্য করার ঘটনা শুধু অমানবিকই নয়, বরং এটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার রীতিনীতির পরিপন্থি তৎপরতা।
অবিলম্বে অবৈধভাবে ছাটাই করা সাংবাদিকদের কাজে বহাল করার জন্য মালিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। নেতারা বিবৃতিতে বলেন, ডিইউজে কঠোর কর্মসূচি দিয়ে ছাঁটাই ও চুক্তিভিত্তিক নিয়োগে বাধ্য করা সাংবাদিকদের কাজে বহাল করার জন্য মালিক কর্তৃপক্ষকে বাধ্য করবে।
(ঢাকাটাইমস/২০জুন/জেবি)