logo ৩০ এপ্রিল ২০২৫
অনশনে বালু হত্যার বিচার চাইলেন সাংবাদিকরা
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ০০:০৭:৩১
image

খুলনা: খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি পত্রিকার সম্পাদক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার দাবিতে সাত ঘণ্টার প্রতীকী গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে।


খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অনশন কর্মসূচি চলে।


সাংবাদিক বালু হত্যার প্রতিবাদে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী কর্মসূচির আজ (মঙ্গলবার) তৃতীয় দিন।


গণঅনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দী। সময়ের খবর পত্রিকার সম্পাদক কাজী মোতাহার রহমান বাবু ও দেশসংযোগ পত্রিকার সম্পাদক মুন্সী মাহাবুব আলম সোহাগের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদ প্রশাসক জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, খুলনা সিটি করপোরেশনের মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক, খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন মিন্টু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পোল্ট্রি ফিস ফিড দোকান মালিক সমিতির বিভাগীয় সমন্বয়কারী সোহরাব হোসেন, সিপিবির মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম প্রমুখ।


এ ছাড়া আজিজুল হাসান দুলু, আরাফঅত হোসেন পল্টু, শহিদুল ইসলাম, কানাই মণ্ডল, হাফিজুর রহমান, সাংবাদিক শেখ আবু হাসান, এস এম জাহিদ হোসেন, আলহাজ আবু তৈয়ব, শেখ দিদারুল আলম, মো. জাকির হোসেন, শাহ আলম, মো. সাহেব আলী, সুবীর কুমার রায়, মোজাম্মেল হক হাওলাদার, হাসান আহমেদ মোল্লা, হেদায়েত হোসেন, কৌশিক দে, কাজী শামীম আহমেদ, তরিকুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, মোস্তফা জামাল পপলু, এইচ এম শামীমুজ্জামান, মল্লিক সুধাংশু, অরুন মণ্ডল, মিজানুর রহমান মিল্টন, মো. নুরুজ্জামান, গাজী মনিরুজ্জামান, মাকসুদ আলী, মাহবুবুর রহমান মুন্না, জাহিদ হোসেন বিপ্লব, এস এম মোস্তাফিজুর রহমান, তরুন চক্রবর্তী বিষ্ণু, মোল্লা আব্দুর রব, মো. রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।


সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, খুলনা জেলা পরিষদ, খুলনা সিটি করপোরেশন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, খুলনা প্রেসক্লাব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা বিভাগীয় ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, টিভি রিপোর্টার্স ইউনিটি, টিভি ক্যামেরাম্যান এসোসিয়েশন, জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, পোল্ট্রি ফিস ফিড দোকান মালিক সমিতি, সাংবাদিক বালু স্মৃতি পরিষদ, সাংবাদিক আইয়ুব হোসেন স্মৃতি পরিষদ, সাংবাদিক রফিকুজ্জামান স্মৃতি পরিষদ, রূপসা, ফুলতলা, চুকনগর ও রামপাল প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন সাংবাদিক বালু হত্যার বিচার দাবির কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।


বিকালে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কাজী আমিনুল হক অনশন স্থানে হাজির হন। পরে তিনি শরবত পান কারিয়ে অনশনকারীদের অনশন ভাঙান। এ সময় চেম্বরের সহ-সভাপতি মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রতীকী গণঅনশন শেষে খুলনা ওয়ার্কিং জার্নালিস্ট ইউনিটির আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ২৭ জুন সাংবাদিক বালুর হত্যাবার্ষিকীতে সকাল ১০টায় প্রেসক্লাবে জমায়েত ও কালো ব্যাজ ধারণ, এরপর নগরীতে শোকর‌্যালি এবং র‌্যালি শেষে প্রেসক্লাব চত্বরের সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ; ২৮ জুন সকাল ১১টায় প্রেসক্লাবে আলোচনা সভা।


প্রসঙ্গত, ২০০৪ সালে নিজ পত্রিকা অফিসের সামনে চরমপন্থীদের বোমা হামলায় হুমায়ুন কবীর বালু নিহত হন। পরে পুলিশ বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ কয়েক চরমপন্থীর নামে পৃথক দুটি চার্জশিট দাখিল করেন। বিচারকার্য শেষে হত্যা মামলার সব আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয।


(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)