logo ৩০ এপ্রিল ২০২৫
সংসদে সাংবাদিকদের ফল উৎসব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুন, ২০১৫ ২১:৪৩:৫৮
image

ঢাকা: সংসদ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের ৬ষ্ঠ তলার সাংবাদিক লাউঞ্জে এ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় উৎসবস্থলে প্রায় দুই`শ অতিথি ও সাংবাদিক উপস্থিত ছিলেন। ফল উৎসবে দেশীয় ২০ প্রকারের ফল ছিল।

পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তীর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ও চিপ হুইপ আ স ম ফিরোজ।

আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি আশিষ সৈকত প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আয়োজক সংগঠনের সহ-সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল ভদ্র।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিরীন শারমিনকে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সভাপতি উত্তম চক্রবর্তী। অপর দুই অতিথিকে বরণ করে নেন সাংবাদিক আশিষ সৈকত ও কাজী সোহাগ।

শিরীন শারমিন চৌধুরী ফল উৎসব আয়োজনের জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে, দেশবাসীকে বেশি করে দেশীয় ফল খাওয়ার আহ্বান জানান।


(ঢাকাটাইমস/১৬জুন/জেবি)