মিডিয়া সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে, দাবি তথ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ১৮:৫৯:৩৪

ঢাকা: বাংলাদেশে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সংবাদ প্রচারের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার সংসদে সরকারি দলের সদস্য ফরহাদ হোসেনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৩৯ (ক) ও (খ) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতা অধিকারের নিশ্চয়তা প্রদানসহ সংবাদ প্রকাশের ক্ষেত্রে স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হয়েছে। সে অনুযায়ী বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী।
তিনি বলেন, বাংলাদেশে সব দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও ত্রৈমাসিক পত্রিকাসমূহ ব্যক্তি মালিকানায় প্রকাশিত হয়ে থাকে। এই সব প্রিন্ট মিডিয়া সংবাদসহ নিজস্ব মতামত বিনা বাধায় পরিবেশন করে থাকে। প্রিন্ট মিডিয়ার ন্যায় ইলেকট্রনিক গণমাধ্যমও স্বাধীনভাবে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইনু বলেন, ইলেকট্রনিক গণমাধ্যম কোনো রকম হস্তক্ষেপ ছাড়াই তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে সংবাদ, টকশো ও অন্যান্য অনুষ্ঠান প্রচার করছে। অনুমোদিত ৪১টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের মধ্যে ২৩টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে।
মন্ত্রী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার পাশাপাশি বিনোদন, সংবাদ ও আবহাওয়া বার্তা পরিবেশনের ক্ষেত্রে কমিউনিটি রেডিওসমূহ প্রশংসনীয় কাজ করছে। অনুমোদনকৃত ৩২টি কমিউনিটি রেডিও’র মধ্যে ১৫টি কমিউনিটি রেডিও কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে বেসরকারি মালিকানায় ১৩টি এফ.এম বেতার কেন্দ্র প্রচার কার্যক্রম চালাচ্ছে।
হাসানুল হক ইনু বলেন, জনসাধারণের তথ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ প্রণয়নসহ তথ্য কমিশন গঠন করেছে। সাংবাদিকতার ক্ষেত্রে দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের জন্য যথাক্রমে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ জারি হওয়ায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ সুগম হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসমূহ সরকারের কোন বিধি-নিষেধ ছাড়াই সংবাদ পরিবেশন করছে।
(ঢাকাটাইমস/১৫জুন/জেবি)