হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৪:০২:০৯
ঢাকা: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। রবিবার তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করা হয়।
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন (৭৫) গতরাত আড়াইটায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং তথ্য সচিব মরতুজা আহমদ পৃথক শোকবাণীতে হাবিবুর রহমান মিলনের বিস্তৃত কর্মজীবনের কথা স্মরণ করে বলেন, সংবাদজগতে তাঁর কৃতিত্বের স্বাক্ষর চির জাগরুক হয়ে থাকবে।
তারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী এবং তথ্য সচিব জাতীয় প্রেসক্লাবে হাবিবুর রহমান মিলনের জানাজায় অংশ নেবেন বলে জানিয়েছেন।
(ঢাকাটাইমস/১৪জুন/এইচআর/জেবি)