ফল উৎসবে মাতলেন সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৬:১২:৫৭
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ফরমালিনমুক্ত ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ ক্যান্টিনে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ উৎসব অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ উৎসবের উদ্বোধন করেন। ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যরা এ উৎসবে যোগ দেন।
আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, তরমুজ, বাঙ্গি, জামরুল, সফেদা, আমলকি, করমচা, আনার, জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমড়া, তালের শাঁস, পেয়ারা, ডেউয়া, লটকন, তেঁতুলসহ ২৩ পদের বাহারি ফল দিয়ে সাজানো হয় এ উৎসব।
ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম, ডিআরইউ’র সাবেক সভাপতি শাহেদ চৌধুরী, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ফল উৎসব কমিটির আহ্বায়ক মেহ্দী আজাদ মাসুম ও সদস্য সচিব কামাল উদ্দিন সুমন ছাড়াও ডিআরইউ-এর কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৪জুন/জেবি)