logo ১৬ মে ২০২৫
প্রেসক্লাবে হাবিবুর রহমান মিলনের জানাজা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৫:২৬:১২
image

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের প্রথম জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুমের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ। এছাড়াও সাংবাদিক, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।


প্রেসক্লাব থেকে তার মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। সেখানে সবার শ্রদ্ধা জানানো শেষে তার লাশ বারডেমের হিমঘরে রাখা হবে। সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।


প্রসঙ্গত, শনিবার দিবাগত রাত ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন প্রবীণ এই সাংবাদিক। তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান কিডনি ও জন্ডিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গত ২ জুন রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।


(ঢাকাটাইমস/১৪জুন/জেবি)