logo ২১ মে ২০২৫
চলে গেলেন সাংবাদিক হাবিবুর রহমান মিলন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১০:৩৮:০৭
image

ঢাকা: প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন মারা গেছেন।


শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাড এইড হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আনুমানিক ৭৬ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়।


একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান মিলন দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন।


অসুস্থতার কারণে গত ২ জুন হাবিবুর রহমান মিলনকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগ, কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।


হাবিবুর রহমানের মরদেহ তার ইস্কাটনের বাসায় রাখা হয়েছে। সাবেক সহকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য রবিবার বেলা ১টায় তার কফিন জাতীয় প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে নেওয়া হবে পিআইবিতে।


হাবিবুর রহমান মিলনের এক ছেলে পাঁচ মেয়ের মধ্যে এক মেয়ে থাকেন অস্ট্রেলিয়ায়। তিনি দেশে পৌঁছালে সোমবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই সাংবাদিককে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।


(ঢাকাটাইমস/১৪জুন/জেএস)


প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন গুরুতর অসুস্থ