logo ৩০ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবে সমাবেশ না করতে উকিল নোটিশ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৫ ২০:৩১:৩৬
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাব আঙ্গিনায় কোনো ধরনের সভা-সমাবেশ আহ্বান করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং তার সহযোগীদের।


সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. মো. কুতুব উদ্দিন চৌধুরী আজ শুক্রবার এক উকিল নোটিশে এই অনুরোধ জানান বলে প্রেসক্লাবের ব্যবস্থাপনার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


নোটিশে বলা হয়, যেহেতু আবদাল আহমদ বর্তমান ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে আদালতে একটি মোকদ্দমা করেছেন সেহেতু ওই মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাব আঙ্গিনায় আর কোনো সভা-সমাবেশ ডাকা কিংবা অনুষ্ঠিত করার এখতিয়ার তাদের নেই।


নোটিশে আরো বলা হয়, ক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আশঙ্কা করছেন যে জাতীয় প্রেসক্লাব ইস্যুতে এ ধরনের সভা-সমাবেশ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়াতে পারে এবং এতে প্রেসক্লাবের সদস্যদের স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্ন ঘটতে হতে পারে।


(ঢাকাটাইমস/১২জুন/জেবি)