বিটিভি দেখা যাবে ভারতে
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুন, ২০১৫ ২০:১০:৫০

ঢাকা: চলতি বছরের শেষেই বাংলাদেশ টেলিভিশন দেখা যেতে পারে ভারতে। স্থির হয়েছে, বাংলাদেশের সরকারি ‘বিটিভি’-র অনুষ্ঠান প্রচার করতে প্রসারভারতীর সঙ্গে সেটিকে যুক্ত করা হবে।
পশ্চিমবঙ্গের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের অনলাইন সংস্করণে “বিটিভি ফের ভারতে” শিরোনামের খবরে এ কথা জানানো হয়।
প্রতিবেদনটিতে বলা হয়, তিন দশক আগে বিশেষ অ্যান্টেনা বসিয়ে এ বাংলায় এই চ্যানেলটি দেখা যেত। এ বারের সফরে মোদির লক্ষ্য ছিল বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সেতু রচনা করা। সে ক্ষেত্রে এই চ্যানেল যোগাযোগটিকেও গুরুত্ব দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদি।
প্রসারভারতীর ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) পরিষেবাকে কাজে লাগানোর কারণ, এটি নেওয়ার জন্য গ্রাহককে মাসিক কোনো অর্থ দিতে হয় না। শুধু ডিশ বসাতে এককালীন কিছু খরচ হয়। কিন্তু এই পদক্ষেপেই সমস্যার সমাধান হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ শুধুমাত্র বি-টিভি নয়, ভারতে তাদের অনুষ্ঠান সম্প্রচার করার জন্য ঢাকার বিভিন্ন বেসরকারি চ্যানেলের পক্ষ থেকেও বিরাট চাপ রয়েছে নয়া দিল্লির ওপর।
এদিকে বরাবরই বাংলাদেশি চ্যানেল ভারতে না দেখানো নিয়ে চাপা ক্ষোভ আর বিরক্তি প্রকাশ হয়েছে আসছিল বাংলাদেশি গণমাধ্যম ও নাগরিক সমাজে। ভারতের সবকটি চ্যানেল এখানে দেখা গেলেও বাংলাদেশি কোনো চ্যানেল ভারতে প্রচার হতো না। এবার হয়তো ইতি ঘটতে যাচ্ছে একতরফা এই সংস্কৃতি বাণিজ্যের।
(ঢাকাটাইমস/১০জুন/জেবি)