টিভি শোতে মহিলা অতিথির অন্তর্বাস প্রদর্শন!
ঢাকাটাইমস ডেস্ক
১০ জুন, ২০১৫ ০০:১৫:৩৯
ঢাকা: সিবিএস টিভির 'লেইট শো' থেকে উপস্থাপক ডেভিড লেটারম্যানের বিদায়টা হলো অন্যরকম। এতে অংশ নেয়া সেলিব্রিটি মহিলা অতিথি অনুষ্ঠান চলাকালে লেটারম্যানের জন্য নিজের ফ্যান্সি ড্রেস খুলে ফেলেন। তখন তার পরনে ছিল শুধু অন্তর্বাস।
টিভি শো'র বিশেষ এই মুহূর্তের ভিডিও প্রকাশ পায় অনলাইনেও। আর তা নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।
অনলাইনে প্রকাশিত ইউটিউব ভিডিওতে দেখা যায়, মহিলা অতিথি টিনা ফে উপস্থাপক ডেভিড লেটারম্যানের বিদায়ে বেশ আবেগআপ্লুত হয়ে পড়েন। তিনি ঘোষণা দেন এই অনুষ্ঠানে ফ্যান্সি ড্রেস পড়ার অনেক সুযোগ পেয়েছেন তিনি।
এ জন্য ডেভিডের বিদায়ে, তার সম্মানে আর কখনো ফ্যান্সি ড্রেস পরবেন না বলে ঘোষণা দেন। এসময় তিনি নিজের ড্রেসটি খুলে তার প্রমাণ দেন।
তার আন্ডারগার্মেন্টসে ডেভিডের জন্য ছিল বিদায়ী বার্তা। টিনার নিম্মাঙ্গের কাপড়ের উপর লেখা ছিল 'বাই ডেভ'। আর নিতম্বের কাপড়ের ওপর লেখা ছিল 'লাস্ট ড্রেস এভার'।
টেলিভিশন শোটিতে নিজের কাপড় খুলে ফেলার ঘটনা এটাই প্রথম না। ১৯৯৫ সালে ব্যালিমুর প্রথম কাপড় খুলেন। ২০১২ ক্যাথি গ্রিফিন উপস্থাপকের সম্মানে কাপড় খুলেন।
(ঢাকাটাইমস/১০জুন/জেবি)