logo ২১ মে ২০২৫
প্রেসক্লাবের নতুন কমিটিকে আদালতের শোকজ
আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুন, ২০১৫ ১৯:৫৪:০১
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটিকে অবৈধ দাবি করে আদালতে মামলা করেছেন আগের কমিটির নেতারা। শুনানি শেষে আদালত নতুন কমিটির সদস্যদের আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।


জাতীয় প্রেসক্লাব আগের ব্যবস্থাপনা কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বাদী হয়ে মামলাটি করেন। ৮ জুন ১ম জেলা যুগ্ম জেলা জজ আদালত মামলাটি দায়ের হয়। মামলায় প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কমিটিকে (২০১৫-১৬) অবৈধ কমিটি হিসেবে ঘোষণা দেয়ার আরজি করা হয়। এছাড়া তারা যেন ব্যাংক অপারেশনসহ কার্যক্রম চালাতে না পারে এবিষয়ে মামলায় নিষেধাজ্ঞা চাওয়া হয়। আদালত শুনানি শেষে বুধবার আদেশ দেন।

আদেশে বাদী পক্ষের প্রার্থনা অনুসারে কেন অস্থায়ী নিষেধাজ্ঞাদেশ জারি করা করা হবে না নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বিবাদীদের বলা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীসহ ১৭ সদস্যের কমিটি এবং অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক, জাতীয় প্রেসক্লাব শাখার সহকারী মহা-ব্যবস্থাপক, প্রাইম ব্যাংক মতিঝিল শাখার ব্যবস্থাপক, আরব-বাংলাদেশ ব্যাংকের কাকরাইল শাখার ব্যবস্থাপককে ব্যাংকের কার্যক্রম না চালানোর বিষয়ে নির্দেশ দেয়া হয়। 

(ঢাকাটাইমস/১০জুন/জেবি)