logo ০১ মে ২০২৫
সাংবাদিককে পুড়িয়ে হত্যা!
ঢাকাটাইমস ডেস্ক
০৯ জুন, ২০১৫ ১৮:০৬:৫০
image

ঢাকা: ভারতে শাসক দলের বিধায়কের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। ফেসবুকে তুলে ধরেছিলেন নেতার কীর্তিকলাপ। নিজের প্রাণ দিয়ে তার খেসারত দিতে হলো এক সাংবাদিককে। জীবন্ত জ্বালিয়ে তাকে খুন করল শাসকের ধামাধরা পুলিশ। এমনই অভিযোগ মৃতের পরিবারের। যদিও পুলিশের দাবি, ওই সাংবাদিক আত্মহত্যা করেছেন।


উত্তরপ্রদেশের শাহজাহানপুরের ঘটনা। সমাজবাদী পার্টির বিধায়ক রাম মূর্তি বেআইনি খননে সক্রিয় ভূমিকা নেন ও জোর করে জমিতে কাজ করাতে বাধ্য করেন। এই অভিযোগ এনে সংবাদপত্রে খবর করেন সাংবাদিক জাগেন্দ্র সিং। সেই খবর পোস্ট করে দেন ফেসবুকেও। এরপরই বিধায়কের রোষানলের মুখে পড়ে যান ওই সাংবাদিক। প্রথমে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে তাকে একটি মামলায় ফাঁসানো হয়। পুলিশের দাবি, সেই মামলায় গ্রেপ্তার করার আগেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন জাগেন্দ্র। শাহজাহানপুরের পুলিশ সুপারের দাবি, 'জাগেন্দ্র সিং-এর বিরুদ্ধে মামলা চলছিল। আমরা ওকে গ্রেপ্তারের চেষ্টা করেছিলাম, কিন্তু ও আত্মহত্যা করল।'

যদিও, মৃতের পরিবারের অভিযোগ, এক পুলিশ কর্মীই জাগেন্দ্রর গায়ে আগুন লাগিয়ে দেন। প্রায় সম্পূর্ণ অগ্নিদগ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্‍‌সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এক প্রত্যক্ষদর্শীও বলেছেন, 'পুলিশই জাগেন্দ্রকে খুন করেছে।'


(ঢাকাটাইমস/৯জুন/জেবি)