logo ২১ মে ২০২৫
নিউইয়র্কে চ্যানেল আইয়ের নিজস্ব ভবন
ঢাকাটাইমস ডেস্ক
০৬ জুন, ২০১৫ ২০:২৯:৪৬
image

ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল আই’ নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের বাংলাদেশ প্লাজা থেকে এখন চ্যানেল আই ইউএসএ’র নতুন ঠিকানা জ্যাকসন হাইটসের ৭০-৫২ ব্রডওয়ে’তে। সুপরিসর নতুন এই ভবনের প্রথম তলায় অবস্থিত অফিস থেকেই বিপণন ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে চ্যানেল আই’র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ইউএসএ।

৫ জুন শুক্রবার সন্ধ্যায় চ্যানেল আই ইউএসএ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র সফররত চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ‘সাপ্তাহিক’ সম্পাদক গোলাম মোর্তোজা, মুক্তধারা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিশ্বজিৎ সাহা. চ্যানেল আই ইউএসএ’র বিপণন ও বাণিজ্যিক পরিচালক এবং জেবিবিএ নেতা মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ।

চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর চ্যানেল আই’র অগ্রযাত্রা অব্যাহত রাখতে অতীতের মত প্রবাসীদের সহযোগিতা কামনা করেন। তিনি চ্যানেল আইকে সমৃদ্ধি ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দর্শক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

(ঢাকাটাইমস/৬জুন/জেবি)