বেগমপত্রিকার সম্পাদকের জন্মদিনে খালেদার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৫ ০৯:০৫:৪১
ঢাকা: সাপ্তাহিক ‘বেগম’ পত্রিকার সম্পাদক নুরজাহান বেগমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার খালেদা জিয়ার পক্ষে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল রাজধানীর পুরান ঢাকার নারিন্দার শরৎ গুপ্ত রোডের বাসভবনে গিয়ে নূরজাহান বেগমকে তার ৯০তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানান।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহসভাপতি রাবেয়া সিরাজ, সাধারণ সম্পাদিক শিরিন সুলতানা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস জাহান শিরিন, ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।
নেতারা বেগম সম্পাদকার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।
(ঢাকাটাইমস/৫জুন/বিইউ/এমএন)