logo ০১ মে ২০২৫
ভোটকেন্দ্রে নাজেহালের বর্ণনা দিলেন সাংবাদিকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ জুন, ২০১৫ ১৯:৩৮:২২
image

ঢাকা: নির্বাচন কমিশন ঘোষিত তদন্ত কমিটির কাছে ঢাকা সিটি নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা ও নাজেহালের বর্ণনা দিলেছেন সাংবাদিকরা। মঙ্গলবার অন্তত দশ সাংবাদিক তদন্ত কমিটির কাছে পেশাগত দায়িত্ব পালনকালে ২৮ এপ্রিলের পুরো ঘটনা মৌখিক ও লিখিতভাবে তুলে ধরেন।


নির্বাচন কমিশন ভোটের দিন সাংবাদিক প্রবেশে বাধা ও নাজেহালের ঘটনা তদন্তে ঢাকার ৩০টি কেন্দ্র চিহ্নিত করে। এসব কেন্দ্রে বাধা পেয়েছেন এমন সাংবাদিকদের মঙ্গলবার ডাকা হয়।


বেলা ১১টা থেকে দেড় ঘণ্টাব্যাপী শুনানি হয় সেগুন বাগিচাস্থ অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। এতে জিলফুল মুরাদ, মোশতাক আহমেদ, মাহবুবুল হক ভুঁইয়া, এম এ মামুন, শুভঙ্কর কর্মকার, অমিতোষ পাল, ওবায়েদ অংশুমান, হুমায়ুন কবির ও সুজয় মহাজন অংশ নেন।


এর আগে গত ১৭ মে, ২০ মে ও ২৪ মে তিন দফায় শুনানি হয় প্রিজাইডিং অফিসার, পুলিশ ও নির্বাহী হাকিমদের।


ভোটের সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধা-নাজেহালের ঘটনার পুনরাবৃত্তি রোধে ঢাকার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামে দুইটি তদন্ত কমিটি গঠন করে ইসি। চলতি মাসে ইসির কাছে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।


(ঢাকাটাইমস/২জুন/জেবি)