গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবাদ মাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ১৬:২৫:৩৬

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএ এর নির্বাহী কমিটি’র চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় জনমত সৃষ্টিতে দৈনিক সমকাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে এ ধারা অব্যাহত রেখে অদূর ভবিষ্যতে সমকাল আরও এগিয়ে যাবে।
রবিবার রাজধানীর তেজগাঁয়ে সমকাল ভবনে দৈনিক সমকালের ১১তম বছরে পদার্পণ উপলক্ষ্যে কেক কাটা অনুষ্ঠান শেষে স্পিকার একথা বলেন।
স্পিকার দৈনিক সমকালের শুভ কামনা করে বলেন, দৈনিক সমকাল তার অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে চলেছে এবং জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা পালন করবে।
স্পিকার সমকাল ভবনে পৌঁছলে সমকাল পত্রিকার সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে তিনি কেক কেটে দৈনিক সমকালের ১১তম বছরে পদার্পণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন, এ কে,আজাদ চৌধুরী, দৈনিক সমকালের সম্পাদক মো. গোলাম সরওয়ারসহ সমকাল পরিবারের সদস্যবর্গ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩১মে/এইচআর/জেবি)