logo ২২ মে ২০২৫
এটিজেএফবির সভাপতি নাদিরা, সম্পাদক তানজিম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৫ ১৭:৫৯:২৮
image

ঢাকা: এটিএন বাংলার নাদিরা কিরণকে সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার তানজিম আনোয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


দুই বছর (২০১৫-২০১৭) মেয়াদকালের ২৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন- সহ-সভাপতি মুজিব মাসুদ (যুগান্তর), শরীফুল ইসলাম (ডেইলি স্টার) ও আলতাব হোসেন (সমকাল), সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক হুসাইন (ঢাকা ট্রিবিউন) নিলাদ্রি মহারত্ন (ইনডিপেন্ডেট টেলিভিশন), সাংগঠনিক সম্পাদক মো. শফিউল্লাহ সুমন (বিটিভি), কোষাধ্যক্ষ আশিক হোসেন (বিডিনিউজ ২৪.কম), তথ্য ও গবেষণা সম্পাদক আজাদ সোলায়মান (জনকণ্ঠ), দপ্তর সম্পাদক জিয়াউল হক সবুজ (বাংলাভিশন), প্রকল্প সমন্বয়ক সম্পাদক রাজীব ঘোষ (এটিএন নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন ইমরান (ভোরের কাগজ), করপোরেট অ্যাফেয়ার্স সম্পাদক মনজুরুল ইসলাম (বণিক বার্তা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তাদির রশীদ রোমিও (নিউএজ) ও সাংস্কৃতিক সম্পাদক রিতা নাহার (বৈশাখী টেলিভিশন)।


এছাড়া নির্বাহী সদস্যরা হচ্ছেন- মাসুদ রুমী (কালের কন্ঠ), চকর মালিথা (চ্যানেল আই), আব্দুল্লাহ তুহিন (যমুনা টেলিভিশন), আহমেদ সারওয়ার ভূইয়া (বাংলাভিশন), মুশফিকুর রহমান (মোহনা টিভি), বাতেন বিপ্লব (এসএ টিভি) ও শরীফুল হাসান (প্রথম আলো)।


(ঢাকাটাইমস/২৯মে/জেবি)