২১ বছরে ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ মে, ২০১৫ ০০:১৮:৪৬

ঢাকা: পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার। দিবসটি নানা আয়োজনে পালনের প্রস্তুতি নিয়েছে সংগঠনটি।
রাজধানীতে গণমাধ্যমে কর্মরত রিপোর্টারকে অধিকার আদায়, পেশাগত উন্নতি আর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৫ সালে এই সংগঠনের জন্ম। ডিআরইউ-এর মুখ্য কাজ হচ্ছে, কর্মরত রিপোর্টারদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রতিভা বিকাশ, পেশাগত মান উন্নয়ন, মর্যাদা প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা, বস্তুনিষ্ঠ ও সুস্থ সাংবাদিকতার বিকাশে সদস্যদের জন্য কল্যাণমূলক এবং প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পাশাপাশি বাস্তবায়ন করা।
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে, নৈতিকতা সমুন্নত রেখে রিপোর্টারদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধির অভীষ্ট লক্ষ্য অর্জনে কাজ করছে ডিআরইউ। দেশে সুষ্ঠু সাংবাদিকতার বিকাশে ভূমিকা পালন করছে এই সংগঠন।
রিপোর্টারদের মিলনক্ষেত্র, পারস্পরিক মতবিনিময়ের কেন্দ্রস্থল হিসেবে গড়ে উঠেছে এটি। সদস্যদের পেশাগত মান উন্নয়নে সহযোগিতার পাশাপাশি নানামুখী সেবা ও চিত্তবিনোদনমূলক কর্মসূচির আয়োজন করছে ডিআরইউ। সদস্যদের দুপুরের খাবারের জন্য ডিআরইউ একটি ক্যান্টিন পরিচালনা করছে।
এছাড়া প্রতিবছর নিয়মিতভাবে মিডিয়া ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বাংলা নববর্ষসহ জাতীয় দিবসসমূহে বৃহত্তর পরিসরে অনুষ্ঠান এবং সদস্য ও তাদের পরিবারের অংশগ্রহণে বার্ষিক বনভোজন আয়োজন করা হয়। পাশাপাশি সদস্যদের অসুস্থতাকালে চিকিৎসার জন্য অনুদান এবং প্রয়াত সদস্যদের পরিবারকে এককালীন এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
ডিআরইউর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সব সদস্যের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।
(ঢাকাটাইমস/২৬মে/এইচআর/জেবি)