না ফেরার দেশে আলোকচিত্র সাংবাদিক মনোয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৫ ১৩:৫৯:৫৪
ঢাকা: প্রখ্যাত আলোকচিত্র সাংবাদিক মনোয়ার আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি বুধবার রাত ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভারের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার দুপুরে শেষ শ্রদ্ধা জানাতে তার লাশ জাতীয় প্রেস ক্লাবে নেওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজনরা।
মনোয়ার আহমদ ১৯৬৩ সালে সাপ্তাহিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। এছাড়া তিনি অধুনালুপ্ত চিত্রালীর প্রধান আলোকচিত্র সাংবাদিকও ছিলেন। এই সাপ্তাহিক পত্রিকায় তিনি দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন।
তার উল্লেখ্যযোগ্য প্রকাশনার মধ্যে রয়েছে- ভাষা আন্দোলনের সচিত্র দলিল, সিলভার ফেসেস ইন স্টিল (স্থিরচিত্রে রূপালী মুখ), ঢাকার পুরনো কথা, বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি।
তিনি ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের ওরিয়েন্টাল বার্ড ক্লাব অব বেডফোর্ডশায়ারের সদস্যপদ লাভ করেন।
(ঢাকাটাইমস/২১মে/এমএন)